মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ এসএসসি পরীক্ষার্থী আহত 

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ পিএম

শেয়ার করুন:

ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ এসএসসি পরীক্ষার্থী আহত 

ফেনীর ছাগলনাইয়ায় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৬ জন এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জঙ্গলমিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত পরীক্ষার্থীরা সবাই হাবিব উল্লাহ খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।


বিজ্ঞাপন


আহতরা হলেন, আহম্মদ উল্লাহ শাওন, মো. রিয়াদ, আরাফাত হোসেন, নাদিয়া সুলতানা, ইসরাত জাহান ও তাফাসসুম সুমাইয়া।

হাবিব উল্লাহ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোমিনুল হক জানান, পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে  জঙ্গলমিয়া এলাকায় তাদের বহনকারী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার ছয় পরীক্ষার্থী আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে আহম্মদ উল্যাহ শাওনের অবস্থা গুরুতর। তাকে ফেনীতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর