সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দিনাজপুরে এসএসসি পরীক্ষার নবম দিনে বহিষ্কার ৭

জেলা প্রতিনিধি, দিনাজুপর
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পিএম

শেয়ার করুন:

দিনাজপরে এসএসসি পরীক্ষার নবম দিনে বহিষ্কার ৭

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ পরীক্ষায় সাত জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এদিন ১৩৪৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী।


বিজ্ঞাপন


দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী জানান, এসএসসি পরীক্ষার রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ পরীক্ষায় ১ লাখ ৫১ হাজার ৯৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৫০ হাজার ৬৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ পরীক্ষায় দিনাজপুরে ৪ ও ঠাকুরগাঁয়ে ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ওই পরীক্ষায় ১৩৪৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ০ দশমিক ৮৯ শতাংশ।

দিনাজপুর বোর্ডের অধীন ৮ জেলার অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে, রংপুরে ১৯৬ জন, গাইবান্ধায় ১৭২, নীলফামারীতে ১৫৫, কুড়িগ্রামে ১৫৬, লালমনিরহাটে ১৫২, দিনাজপুরে ২৯০, ঠাকুরগাঁয়ে ১৪৫ ও পঞ্চগড় জেলায় ৮০ জন। এছাড়া সকল কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর