সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চুয়াডাঙ্গায় ২ প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় ২ প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও মানহীন পণ্য ক্রয়-বিক্রয় করা, উৎপাদন ও মেয়াদ তারিখে কারচুপি করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে আলমডাঙ্গা পুরাতন বাজার ও চারতলার মোড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, মেয়াদ উত্তীর্ণ নিয়ম বহির্ভূত সংরক্ষণ ও মানহীন পণ্য ক্রয়-বিক্রয় করায় শ্রী অমিত সাহা এর প্রতিষ্ঠান মেসার্স সুরেশ স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ অনুসারে ৫০ হাজার টাকা ও ৪৫ ধারা অনুসারে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এর পর শ্রী হারান অধিকারীর প্রতিষ্ঠান মেসার্স অধিকারী মিষ্টান্ন ভাণ্ডার উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখে কারচুপি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭ অনুসারে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া মেসার্স সুরেশ স্টোরকে আগামী একমাসের মধ্যে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন- পৌর স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর