মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, ৫ নেতা-কর্মীকে শোকজ

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, ৫ নেতা-কর্মীকে শোকজ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব আল মেহেদী হাসানের ওপর হামলার ঘটনায় সংগঠনের পক্ষ থেকে পাঁচ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত চিঠিতে এতথ্য জানাগেছে।


বিজ্ঞাপন


জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, হামলার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদনে দায়ী হিসেবে পৌর ও উপজেলা ছাত্রদলের পাঁচ নেতার সংশ্লিষ্টতা পাওয়া যায়। অভিযুক্তরা হলেন— দুপচাঁচিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, দুপচাঁচিয়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম বর্ষণ, পৌর ছাত্রদল নেতা মিশকাত মিয়া, মো. হিমেল ও মো. হানিফ।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশে বলা হয়, কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে। ব্যর্থ হলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।


বিজ্ঞাপন


বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ জানান, তুচ্ছ ঘটনা নিয়ে গত ২৪ এপ্রিল ছাত্রদল নেতা আল মেহেদী হাসানের ওপর হামলার ঘটনা ঘটে। এঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর