সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ১০:২০ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ১৩০ গ্রাম হেরোইন ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর-ডিএনসি।

সোমবার (২৮ এপ্রিল) সকালে পৌর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট এলাকার সুধির চন্দ্র রবিদাসের ছেলে শ্যামল রবিদাস (২৮)।


বিজ্ঞাপন


এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে জানান, গোপনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসি জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বাধীন একটি চৌকষ আভিযানিক দল সোমবার সকাল ৮টায় পৌর এলাকার মিস্ত্রীপাড়ায় বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির ভাড়াটিয়া শ্যামলের ঘর থেকে নিষিদ্ধ মাদক ১৩০ গ্রাম হেরোইন এবং নগদ ৬৩ হাজার ৪ শত ১০ টাকা ও হেরোইন পরিমাপক যন্ত্র উদ্ধারসহ শ্যামলকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর