বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সুফলভোগী জেলেদের হাতে এসব বকনা বাছুর তুলে দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।
বিজ্ঞাপন
জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে 'ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (প্রথম সংশোধিত)' এর আওতায় বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে ২৫ জন নিবন্ধিত জেলের মাঝে এই বকনা বাছুর বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমটি বাস্তবায়ন করে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং মৎস্যজীবী নেতা তছলিম বেপারী।
প্রতিনিধি/একেবি
বিজ্ঞাপন

