সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাকাতিয়ায় নিখোঁজ কলেজ ছাত্র আপনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ পিএম

শেয়ার করুন:

ডাকাতিয়ায় নিখোঁজ কলেজ ছাত্র আপনের মরদেহ উদ্ধার

চাঁদপুর শহরের গুনরাজদী এলাকায় ডাকাতিয়া নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে সৌম্য দ্বীপ সরকার আপন (১৭) নামে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ প্রায় ২৮ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যরা।

সোমবার (২৮ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে চাঁদপুর-ফরিদঞ্জ সেতুর পূর্বে নদীর খেয়াঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর একঘণ্টা পরে মরদেহ হস্তান্তর করা হয় চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট।


বিজ্ঞাপন


এসব তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের টিম লিডার আলী আহম্মদ। তিনি বলেন, স্থানীয় লোকজন আপনের মরদেহ নদীতে ভাসতে দেখে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা তার মরদেহ নদী থেকে উদ্ধার করে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। 

এর আগে, রোববার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে ওই এলাকায় গোসল করতে নেমে সাঁতার কেটে যাওয়ার সময় বাল্কহেডের প্রচণ্ড ঢেউ এর মধ্যে তলিয়ে যায় আপন।

আপন শহরের মিশন রোড এলাকার বাসিন্দা। তারা বাবা মানিক রঞ্জন সরকার হাজীগঞ্জ উপজেলার মেনাপুর বালিকা উচ্চি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আপন শহরের পুরান বাজার ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

নদীতে তলিয়ে যাওয়ার পর স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস চাঁদপুরের নৌ ইউনিটের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত আপনকে উদ্ধারের চেষ্টা চালায়।


বিজ্ঞাপন


চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, কলেজ ছাত্রের মরদেহ উদ্ধারের পর সুরতহাল তৈরি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর