ঝালকাঠির নলছিটি উপজেলায় বজ্রপাতে আসমা আক্তার (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ১৫ দিনের এক নবজাতকের মা।
সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আসমা ওই এলাকার ট্রাকচালক রুবেল মাঝির স্ত্রী। তাদের দুই সন্তান রয়েছে—একজনের বয়স ৬ বছর এবং অপরজন সদ্যোজাত।
বিজ্ঞাপন
নিহতের স্বামী রুবেল মাঝি জানান, ‘সন্ধ্যার সময় আমার স্ত্রী টয়লেট থেকে ঘরে ফিরছিলেন। পথেই বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। আমার দুইটা ছোট সন্তান—তাদের আমি কীভাবে বোঝাব, কীভাবে সান্ত্বনা দেব, বুঝতে পারছি না।’
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিনিধি/একেবি

