দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো মাগুরাতেও নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে জেলা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। সেখান থেকে আইনগত সহায়তায় প্রদানে উদ্বুদ্ধকরণ একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ আদালত চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এম,এ জাহিদ হাসান, জেলা প্রশাসক অহিদুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন, পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার শান্তা আক্তার, জেলা আইনজীবী সমিতির সভাপতি মাহবুবুল আকবর কল্লোল, সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর প্রমুখ। এবার জেলার লিগ্যাল এইডের সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জাকির হোসেন মন্ডল।
দিবসটি পালন উপলক্ষ্যে জেলা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দিনব্যাপী লিগ্যাল এইড মেলা ও রক্তদান কর্মসূচি। মেলায় ৮টি স্টলে সরকারি খরচে আইন সহায়তাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়া হয়।

