সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ০৯:২৬ পিএম

শেয়ার করুন:

আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা নগরীর পুলিশ লাইনস এলাকায় শিক্ষার্থীদের ওপর গুলি করার দায়ে ফাহিমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ফাহিম কুমিল্লা সদরের দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৩ আগস্ট নগরীর পুলিশ লাইনস এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি চালান ফাহিম।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে তার ফুফুর বাসা থেকে গ্রেফতার করা হয়। 

তিনি বলেন, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ৫টি মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৮ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে ফাহিমকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর