সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে এনসিপির বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৫১ পিএম

শেয়ার করুন:

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে এনসিপির বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফেনী জেলা কমিটি। 

সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই উপলক্ষে ফেনী পৌরসভা থেকে দলটির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে পুরাতন জেলা কারাগার সড়ক, ট্রাংক রোড়, খেজুর চত্বর, বড় মসজিদ ও  ফেনী প্রেসক্লাব, প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হয়।


বিজ্ঞাপন


এতে উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ, কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতা তুহিন, এনসিপির ফেনীর সংগঠক শাহ ওয়ালিউল্লাহ মানিক, সোনাগাজীর সংগঠক সুজাউদ্দিন, দাগন বুনিয়ার সংগঠক অ্যাডভোকেট মনসুর উদ্দিন, পরশুরামের সংগঠক আব্দুল কাদের মিনার, ফুলগাজীর সংগঠক রাহাত চৌধুরী ও ছাগল নাইয়ার সংগঠক নাসির উদ্দিন প্রমুখ। এছাড়াও কর্মসূচিতে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, ছাত্র প্রতিনিধিসহ জুলাই বিপ্লবে আহত যোদ্ধারা অংশ নেন। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর