সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজশাহীতে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ, কঠোর হওয়ার নির্দেশ

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

রাজশাহীতে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ, কঠোর হওয়ার নির্দেশ

রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় তিনি সভাপতিত্ব করেন এবং তার অফিসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সভার শুরুতে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, ‘কিছু কিছু অপরাধ বাড়ছে, যা আইনের শাসনের জন্য হুমকি সৃষ্টি করছে। আমাদের ভূমিকায় কোথাও কোনো ঘাটতি আছে কি? লালপুরে থানা থেকে আসামিকে নিয়ে যাওয়ার ঘটনা, এই যে এলার্মিং পরিবেশ, এটা থেকে ফিরে আসতে হবে আমাদের। কোথাও কোনো ঘাটতি আছে কি না, স্পষ্টভাবে যদি বলি, তবে তা ভাল হবে।’

এ সময় উন্মুক্ত আলোচনা পর্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিত্র তথ্য তুলে ধরেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম জুলু। তিনি বলেন, ‘রাজশাহী মহানগরীতে অপরাধ বাড়ছে, ফলে নগরবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। চাঁদাবাজি, মাদক, চুরি ও ছিনতাই রোধে পুলিশের শক্ত অবস্থান দেখা যাচ্ছে না। যদিও সম্প্রতি বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে র‌্যাব গ্রেফতার করেছে, তবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।’

সাংবাদিক নজরুল ইসলাম জুলু আরও বলেন, ‘নগরীতে মব সৃষ্টি করে ফেসবুক লাইভ করা হচ্ছে। যারা মব সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তাদেরও অপরাধীদের মতো ধরতে হবে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন।’

সভায় পরিবহণ মালিক সমিতির এক নেতা জানান, ‘নগরীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকা মাদকে সয়লাব হয়ে গেছে। নিরাপত্তাহীনতায় চলাচল করছেন যাত্রীরা। বিষয়টিতে সুদৃষ্টি দেওয়া দরকার।’


বিজ্ঞাপন


এ সময় সভার সভাপতি রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, ‘কাউকে কোনো রকম ছাড় দেওয়া যাবে না। আমাদের শক্ত হতে হবে। আমাদের শক্ত হওয়ার বিকল্প নাই। এটা করতে না পারলে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে। যা করার সর্বোচ্চ করতে হবে। বাহিনীগুলোকে কঠোর হতে হবে।’

এদিনের সভায় বিভাগের বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় এসব বিষয়ে তারা স্ব স্ব মতামত ব্যক্ত করেন এবং সরকারে নির্দেশনা যথাযথভাবে পালন করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর