হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ডাকাতি মামলার দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে হোসেন মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত হোসেন উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
পুলিশ জানায়, বিষ্ণুপুর গ্রামের রজব আলী ও জাহির আলী একাধিক ডাকাতি মামলার আসামি। তাদের মধ্যে বিরোধ রয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টায় গ্রামের রাস্তায় সংঘর্ষ-বিরোধের জেরে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় জাহির আলীর পক্ষের হোসেন মিয়ার উরুতে ছুরিকাঘাত লাগলে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় খবর পেয়ে মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে।
মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, জাহির ও রজব নামে দুই ডাকাতের মারামারির সময় ছুরিকাঘাতে জাহিরের পক্ষের একজন নিহত হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

