হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ঈদের জামাত আয়োজন নিয়ে বাকবিতণ্ডায় ছুরিকাঘাতে হত্যা মামলার পলাতক আসামি কাজী সুন্দর আলীকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২৭ এপ্রিল) দিনগত রাতে এ বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।
বিজ্ঞাপন
আসামি কাজী সুন্দর আলী জেলার নবীগঞ্জ উপজেলার সদরঘাট দক্ষিণপাড়ার মৃত ছনাওর আলীর ছেলে।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল মৌলভীবাজার জেলা সদরের নাজিরাবাদ ইউনিয়নের দশকাহনীয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, ঈদের জামাত আয়োজন নিয়ে বাকবিতণ্ডায় ছুরিকাঘাতের ঘটনায় জেলার নবীগঞ্জ থানায় দায়েরকৃত হত্যা মামলায় ৩ নম্বর পলাতক আসামি সুন্দর আলী।
প্রতিনিধি/ এমইউ

