ঝিনাইদহে সাপের কামড়ে রহিম মোল্ল্যা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ঘোরশাল ইউনিয়নের পূর্বা-তেঁতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে ।
বিজ্ঞাপন
রহিম মোল্ল্যা ওই গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। সে পেশায় একজন কৃষক।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খাওয়ার পর নিজ ঘরের বিছানায় শুয়েছিলেন রহিম মোল্ল্যা। হঠাৎ, অসাবধানতাবশত তার ব্যবহৃত গামছা খাটের ওপর থেকে নিচে মাটিতে পড়ে যায়। তখন হাত বাড়িয়ে ওই গামছাটি তুলতে যান রহিম মোল্ল্যা। ওই সময় হঠাৎ করেই তার হাতে সাপটি কামড় দিয়ে পালিয়ে যায় ।
তবে সাপটিকে কেউ দেখতে পায়নি। এরপর পারিবারিকভাবে তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ তাকে চিকিৎসা না দিয়ে দ্রুত হাসপাতালে নিতে বলে। কিন্তু, হাসপাতালে নিতে দেরি হওয়ায় তার মৃত্যু হয় ।
সদর হাসপাতালের চিকিৎসক ডা. সোহা ইসরাইল জানান, হাসপাতালের পৌঁছানোর আগেই লোকটির মৃত্যু হয়। তাকে কোন সাপে কামড় দিতে পারে জানতে চাইলে, তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।
বিজ্ঞাপন
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হবে।
প্রতিনিধি/ এমইউ

