যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র্যাঙ্কিং ২০২৫-এ বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।
গত বুধবার প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৮৫৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ৩৫১-৪০০ এর মধ্যে স্থান পেয়েছে। জাতীয়ভাবে বিশ্ববিদ্যালয়টি তৃতীয় স্থান অধিকার করেছে। তালিকায় অন্য দুইটি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
বিজ্ঞাপন
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান জানান, ‘এই অর্জন আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা, শিক্ষা এবং সম্প্রসারণ কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতি। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়।’
প্রফেসর রহমান আরও বলেন, ‘এই সাফল্য বাংলাদেশের উচ্চশিক্ষা ও কৃষিক্ষেত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে। আমরা দেশের কৃষি উন্নয়নে বিজ্ঞানভিত্তিক অবদান রেখে একটি টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে অঙ্গীকারবদ্ধ।’
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এর আগে ২০২৫ সালের জানুয়ারি মাসে টাইমস হায়ারের ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং’ এ লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশ সেরা হয়েছিল।
প্রতিনিধি/একেবি

