কিশোরগঞ্জে ফ্রিজে পচা মাংস সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন নিরাপদ খাদ্য আদালত।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিরাপদ খাদ্য আদালত কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলখানার মোড় এলাকার ভাই ভাই হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ফ্রিজে পচা মাংস সংরক্ষণের দায়ে ২ লাখ টাকা, একই উপজেলার রশিদাবাদ ইউনিয়নে নিউ ঢাকা ফুড প্রোডাক্টস ও কিশোর ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অন্যান্য অপরাধে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

এছাড়াও বিভিন্ন বেকারিতে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন। এসব অভিযানে পুলিশ, র্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি দল সহযোগিতা করেন।
বিজ্ঞাপন

তবে জরিমানার বিষয়ে নতুন জেলখানার মোড় এলাকার ভাই ভাই হোটেল মালিকে মো. আহাদ মিয়ার ছেলে মাহবুব বলেন, আমাদের হোটেলে আজকের অভিযানে যে জরিমানা করা হয়েছে তা অযৌক্তিক।
তবে ভাই ভাই হোটেলের জরিমানার বিষয়ে উকিলপাড়া রাফি ইমাম ভূইয়া জানান, এই হোটেলে নিয়মিতই খাওয়া-দাওয়া করি, সবার কাছে জনপ্রিয় তাই বন্ধুবান্ধব নিয়ে আসি কিন্তু যখনই আসি দেখি গ্লাসসহ পুরো হোটেল অপরিচ্ছন্ন।

এ হোটেলের বিষয়ে কলাপাড়ার নাঈম জানান, মাঝে মাঝে এই হোটেলে কাচা রুটিও পাওয়া যায়। তিনি মনে করেন এই হোটেলে আরও আগে অভিযান চালানো দরকার ছিল এবং জরিমানার পরিমাণও বাড়ানো দরকার ছিল।
প্রতিনিধি/এসএস

