নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ২ হাজার হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
এসময় ঝড়ে বাড়ি-ঘর বিধ্বস্তের খবর পাওয়া গেছে। গাছপালা উপড়ে পড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৬ এপ্রিল) উপজেলা কৃষি বিভাগ ফসলের ক্ষতি নিরূপণে কাজ করছে। এর আগে গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে হঠাৎ করে ঝড় ও শিলাবৃষ্টির শুরু হয়।
![]()
স্থানীয় কৃষকরা জানান, উপজেলায় কাঁচা-পাকা অবস্থায় থাকা বোরো ধান জমিতে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। অনেক জমিতে ধানের শিষ ভেঙে পড়ায় কৃষকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। বিশেষ করে উপজেলার লেংগুরা, চেংনী, গোড়াগাঁও, চৈতানগর, খারনৈ, বিশ্বনাথপুর, সেনপাড়া, বামনগাঁও, বাউশাম, উত্তর রানিগাও, গোবিন্দপুর, সুন্দরীঘাট, রামপুরসহ প্রায় ২৩টি গ্রামের তিন হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কারণে কয়েকটি কাঁচাঘর ও টিনের চাল উড়ে গিয়ে ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
উপজেলার খারনৈ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল হক বলেন, আমরা ধানগুলো কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। গত রাতের হঠাৎ ৩০ মিনিটের ঝড় শিলা বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঝড় ও শিলাবৃষ্টিতে প্রায় ২ হাজার হেক্টর বোরো ধানের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণে মাঠ পর্যায়ে কাজ উপজেলা কৃষি অফিসের লোকজন। খুব দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানান তিনি।
প্রতিনিধি/এসএস

