সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রবাসীর ঘরে মিলল ৬৯ গোখরা সাপের বাচ্চা

জেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ০৭:১৭ পিএম

শেয়ার করুন:

প্রবাসীর ঘরে মিলল ৬৯ গোখরা সাপের বাচ্চা

চট্টগ্রামের মিরসরাইয়ে এক প্রবাসী পরিবারের বসতঘর থেকে ৬৯টি গোখরা সাপের বাচ্চা পাওয়া গেছে। সাপ আতঙ্কে দিন কাটছে ওই প্রবাসী পরিবারের সদস্যদের।

শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জানা গেছে, পরিবারের মুখে একটু হাসি ফোটাতে দেলোয়ার হোসেন ও আলী হোসেন দীর্ঘদিন ধরে ওমান থাকেন। প্রবাসে থেকে দশ বছর ধরে তিল তিল করে অর্জিত টাকা দিয়ে নির্মাণ করেছেন একটি স্বপ্ন কুটির। সেই কুঁটিরে বসবাস করার আগেই বেধেছে সাপের বাসা। তাদের সেই স্বপ্নের কুটির থেকে একে একে ৬৯টি গোখরা সাপের ছানা উদ্ধার হয়েছে। সাপ আতঙ্কে দিন কাটছে পরিবারের সদস্যসহ বাড়ির অন্য পরিবারের লোকজনের মাঝে। শুধু তাই নয় এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। অনেকগুলো সাপের ছানা উদ্ধার করা হলেও এখনও উদ্ধার হয়নি বড় কোনো সাপ।

thumbnail_Mirsarai_Snak_Phoot_(1)

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, একটি গোখরা সাপ একসঙ্গে সর্বোচ্চ ২০-২৫টা বাচ্চা দেওয়ার সক্ষমতা থাকে। তাহলে এতে বোঝা যাচ্ছে এখানে একটি সাপ নয় বেশ কয়েকটি সাপের মা রয়েছে। এছাড়াও প্রতিদিন ওই ঘরের পাশ থেকে দুই একটি করে সাপের ছানা উদ্ধার করা হচ্ছে।

আরও পড়ুন

একই রশিতে মা-ছেলের ঝুলন্ত মরদেহ, পরিবারের দাবি হত্যা

ওই দুই প্রবাসীর বড় ভাই আলাউদ্দিন বলেন, প্রথমে ভেবেছিলাম কোনো বিষমুক্ত সাধারণ সাপ। কিন্তু পরে দেখছি এগুলো সব বিষাক্ত গোখরা সাপের ছানা। রাত হলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। পরিবারের ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে দুশ্চিন্তায় থাকি সবসময়। সাপগুলো মেরে ফেলা হয়েছে।

স্থানীয় যুবক রিমন ভূঁইয়া বলেন, সাপগুলো দেখার পরে স্থানীয়দের মাঝে হইচই পড়ে যায়। পরে গিয়ে দেখলাম একটি গর্ত থেকে ৬৯টি গোখরা সাপের ছানা উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকির উল ফরিদ বলেন, উপযুক্ত পরিবেশ পাওয়ার কারণে সাপের ছানাগুলো এখানে জন্ম নিয়েছে। কিন্তু এগুলো বিষধর সাপ ছোবল দিলেই যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সাপুড়ে ও বন কর্মকর্তাদের শরণাপন্ন হওয়ার জন্য অনুরোধ জানান। তিনি আরও বলেন, একটি গোখরা সাপ সর্বোচ্চ একসঙ্গে ২০ থেকে ২৫টি বাচ্চা দেওয়ার সক্ষমতা থাকে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর