মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সেনা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ১২:০৪ পিএম

শেয়ার করুন:

সেনা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সেনা ক্যাম্পের পৃথক অভিযানে এক কোটি ৪০ লাখ টাকা সমমূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। 

শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৮টা ২৫ মিনিটে গোয়াইঘাট উপজেলার ফতেপুর বাজারের উত্তর পাশে লামা ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। 


বিজ্ঞাপন


গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বীর-এর ক্যাপ্টেন মাহমুদ-বিন-মাহফুজ সাইফের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানে একটি গুদাম থেকে দুই ব্যক্তিকে আটক ও মিনি ট্রাকসহ অবৈধভাবে সীমান্ত দিয়ে নিয়ে আনা বিপুল ভারতীয় পণ্য জব্দ করা হয়।

এদিন দিবাগত রাত ১০টার দিকে ২৭ বীর-এর ক্যাপ্টেন ইফাতুর রহমান আফ্রিদের নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামে অভিযান চালিয়ে অন্য একটি গুদাম থেকে বিপুল ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।

অভিযানে আটকরা হলেন - গোয়াইনঘাট উপজেলার লামা ফতেপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. হানিফ আহমদ ও নারায়ণপুর গ্রামের আহমদ আলীর ছেলে জুমান আহমদ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর