সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মুসল্লিদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ০৮:০৩ পিএম

শেয়ার করুন:

ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মুসল্লিদের বিক্ষোভ

ভারতে উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলমানদের উপর নির্যাতন-হত্যা, পথে-ঘাটে বস্ত্রহরণসহ মসজিদ-মাদরাসা, বাড়ি-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা।

শুক্রবার (২৫ এপ্রিল) জুম্মার নামাজের পর এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


thumbnail_20250425_135407

এর আগে, নামাজ শেষে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড় ও ঈমান আক্বিদা রক্ষা কমিটি পঞ্চগড়ের ব্যানারে মুসল্লিরা শহরের বিভিন্ন মসজিদ থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরেবাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে মুসল্লিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

thumbnail_20250425_135456

সমাবেশে বক্তারা ভারতে উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলমানদের ওপর নির্যাতন-হত্যা, পথে-ঘাটে বস্ত্রহরণসহ মসজিদ-মাদরাসা, বাড়ি-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে প্রতিবাদ জানান। বক্তারা অতিলম্বে সরকারের মাধ্যমে ও জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের মাধ্যমে ভারতের মুসলিমদের ওপর এই বর্বরচিত কর্মকাণ্ড বন্ধের দাবি জানান। বক্তারা সেই ফিলিস্তিনের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, এই মুহূর্ত থেকে ভারতসহ ইসরাইলি পণ্য আমাদের বয়কট করতে হবে। এতে বাংলাদেশের বিক্রেতা ও ক্রেতা উভয়কে ঐক্য করে ইসলামের শত্রুদের বিপক্ষে থাকা সবার ঈমানি দায়িত্ব বলেও জানান। অতিবিলম্বে ভারত ও ফিলিস্তিনের মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।


বিজ্ঞাপন


thumbnail_20250425_135407

এতে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড় ও ঈমান আক্বিদা রক্ষা কমিটি পঞ্চগড়ের সাধারণ সম্পাদক কারি মো. আব্দুল্লাহর নেতৃত্বে বক্তব্য দেন সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের প্রচার সম্পাদক হাফেজ মীর মুর্শিদ তুহিন, দফতর সম্পাদক নুর আলম, হাফেজ লিয়াকত আলী, হাফেজ সোহেল রানা, মাহফুজুর রহমান প্রমুখ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর