সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কালীগঞ্জে হতদরিদ্রের ইজিবাইক চুরি

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ০৭:২৪ পিএম

শেয়ার করুন:

কালীগঞ্জে হতদরিদ্রের ইজিবাইক চুরি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের হতদরিদ্র মিজানুর রহমান খোকনের আয় রোজগারের একমাত্র সম্বল ইজিবাইকটি চুরি হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে ইজিবাইকটি চুরি হয়।


বিজ্ঞাপন


এ ঘটনায় কালীগঞ্জ থানায় শুক্রবার (২৫ এপ্রিল) একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মিজানুর রহজমান খোকন।

আরও পড়ুন

গাইবান্ধায় চালককে খুন করে মিশুগাড়ী ছিনতাই 

মিজানুর রহমানের বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে রাতে ইজিবাইক চার্জে দিয়ে রেখেছিলেন। ওই রাতে ১২টার দিকেও তার ইজিবাইক সঠিক স্থানে দেখতে পান তিনি। শুক্রবার সকালে উঠে দেখেন চেইন কেটে চোরেরা তার ইজিবাইকটি নিয়ে গেছে। পরে আশপাশের নানা স্থানে খোঁজ করেও ইজিবাইকটির সন্ধান পায়নি। উপার্জনের একমাত্র ইজিবাইকটি হারিয়ে পাগল প্রায় মিজানুর রহমান কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর