সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিজিবির পৃথক চার অভিযানে ১ কোটি ৩২ লাখ টাকার মালামাল জব্দ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৩২ পিএম

শেয়ার করুন:

বিজিবির পৃথক চার অভিযানে ১ কোটি ৩২ লাখ টাকার মালামাল জব্দ

হবিগঞ্জে বিজিবির ১২ ঘণ্টার চিরুনি অভিযানে ১ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্যসহ বিভিন্ন মালামাল জব্দ হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।


বিজ্ঞাপন


তিনি জানান, প্রায় ১২ ঘণ্টার মধ্যে সীমান্তের বিভিন্ন স্থানে বিজিবি টহলদল কর্তৃক পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ১ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ২০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী, ভিটামিন, মাদকদ্রব্য (মদ) ও বাংলাদেশি মশার কয়েল  ও ১টি ট্রাক আটক করতে সক্ষম হয়।

২৩ এপ্রিল হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) দায়িত্বপূর্ণ চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ৪টি পৃথক অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য মালামালগুলো জব্দ করে।

এরমধ্যে বিজিবির বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় অভিযান পরিচালনা জন্য কৌশলগত অবস্থান গ্রহণ করে।

আরও পড়ুন

ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি যুবক আটক

এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট হতে ছেড়ে আসা একটি বালু বোঝাই ট্রাক দেখতে পেলে টহলদল ট্রাকটিকে থামার জন্য সিগন্যাল দেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক চালক টহলদলের ২০০ গজ দূরে ট্রাকটি রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে অভিনব কায়দার রাখা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস, জিলেট ব্লেড, চশমা এবং বর্ণিত ট্রাকটি আটক করতে সক্ষম হয়।

এছাড়াও গুটিবাড়ী, বাল্লা এবং মনতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় পৃথক ৩টি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারিরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে টহল দল উক্ত স্থান তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ বিটেক্স গোল্ড ভিটামিন ও বাংলাদেশি মশার কয়েল আটক করতে সক্ষম হয়।

জব্দ করা ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী, মাদকদ্রব্য (মদ) ও বাংলাদেশি মশার কয়েল, ট্রাক ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  শ্রীমঙ্গল, চুনারুঘাট এবং মাধবপুর থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর