সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পদ্মার ভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী পদক্ষেপের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

পদ্মার ভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী পদক্ষেপের দাবিতে মানববন্ধন
পদ্মা ভাঙন প্রতিরোধে ক্ষতিগ্রস্ত এলাকায় ভুক্তভোগীদের মানববন্ধনের ছবিটি বৃহস্পতিবার বিকেলে তোলা - ঢাকা মেইল।

বর্ষা মৌসুম শুরুর আগেই গেল কয়েক দিনের টানা বৃষ্টিতে অসময়ে ভাঙন দেখা দিয়েছে মুন্সিগঞ্জের পদ্মা নদী তীরবর্তী বিভিন্ন গ্রামে।

ফলে ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয় তীব্র ভাঙন ঝুঁকিতে থাকা ক্ষতিগ্রস্ত এলাকায়। এ সময় এতে অংশ নেয় স্থানীয় গ্রামবাসীসহ নানা শ্রেণি পেশার মানুষ।


বিজ্ঞাপন


thumbnail_1000004833

ভুক্তভোগীদের অভিযোগ, মুন্সিগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলার পদ্মা নদী তীরবর্তী দিঘীরপাড় বাজার, পূর্ব রাখিরকান্দি, দেওয়ানকান্দিসহ জেলা সদরের শিলই ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসময়ে দেখা দিয়েছে পদ্মার ভাঙন। এতে নতুন করে ভাঙন আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। ফলে দ্রুত ভাঙন প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয় কর্মসূচি থেকে।

আরও পড়ুন

মুন্সিগঞ্জে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান

মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে ক্ষতিগ্রস্তরা আরও জানান, দীর্ঘদিন ধরে পদ্মা নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ গ্রামগুলোতে নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণ না করায় প্রতিবছর ভিটেমাটি হারাতে হচ্ছে অনেক মানুষকে। ফলে দ্রুত জোরাল ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। পরে মানববন্ধন শেষে ভাঙন ঝুঁকিতে থাকা এলাকায় অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।


বিজ্ঞাপন


thumbnail_1000004830

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর