সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘কোনো স্বৈরাচারের জায়গা সাতক্ষীরার মাটিতে হবে না’

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ পিএম

শেয়ার করুন:

‘কোনো স্বৈরাচারের জায়গা সাতক্ষীরার মাটিতে হবে না’

চেয়ারম্যান আবাদুর রউফ স্বৈরাচারের মতো আচরণ করেছে। কোনো স্বৈরাচারের জায়গা সাতক্ষীরার মাটিতে হবে না। সে ২০০৬ সালেও আলেম ওলামাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছিল বলে তার শাস্তির দাবি করেছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম বেলালী। সাতক্ষীরা ইসলামী বক্তা ও শিল্পী কবির বিন সামাদকে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ কর্তৃক মাহফিলের স্টেজ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকির প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চেয়ারম্যান আব্দুর রউফ পরিকল্পিতভাবে মাহফিল স্টেজে পরিকল্পিতভাবে কবীর বিন সামাদকে অপমান অপদস্থ করেছে। অনতিবিলম্বে চেয়ারম্যান আব্দুর রউফকে যদি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করে আন্দোলন গড়ে তোলা হবে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে রউফ চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় আপনাদেরকে নিতে হবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীরা সব ষড়যন্ত্র রুখে দেবে: দুলু

সাতক্ষীরা জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গণিত সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ মসজিদ মিশনের সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম বেলালী, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী প্রমুখ। বক্তারা অভিযুক্ত বিএনপি নেতা ও আলিপুর ইউপি চেয়ারম্যান  আব্দুর রউফকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, গত বুধবার (২৩ এপ্রিল)  সাতক্ষীরা সদরের আলিপুর চেকপোস্ট মাদরাসা ও মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিলে জনপ্রিয় ইসলামী বক্তা ও শিল্পী কবির বিন সামাদ আমন্ত্রিত আতিথি ছিলেন। তিনি আলোচনা পেশ করার সময় আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান ভূমিদস্যু আব্দুর রউফ কবির বিন সামাদকে প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় মাহফিলের স্টেজে বেয়াদব, বোকাচোদাসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, থাপড় দিয়ে চোখ বাস্ট করে দেওয়া এবং মারতে উদ্ধত হয়। এসময় উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা উত্তেজিত হলে আব্দুর রউফ মাহফিলের স্টেজ থেকে নেমে যায়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর