সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইসলাম বিরোধী ও সাংঘর্ষিক কোনো সংস্কার বরদাস্ত করা হবে না: মামুনুল হক

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

ইসলাম বিরোধী ও সাংঘর্ষিক কোনো সংস্কার বরদাস্ত করা হবে না: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে। বিগত ১৫ বছরে এদেশে গুম-খুনের রাজত্ব কায়েম করেছিল। হেফাজতের সমাবেশে ও ছাত্রজনতার আন্দোলনে নিরীহ মানুষ খুন করে সে উপহাস করেছিলেন। তাই আমি মনে করি শেখ হাসিনা কোনো স্বাভাবিক মানুষ ছিল না, একজন বিকারগ্রস্ত মানুষ ছিল। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।

তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকার যদি সন্ত্রাসী দল আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করে তা জুলাই আগস্ট বিপ্লবের সঙ্গে বেঈমানি করা হবে তা বাংলার মানুষ মিনে নিবে না। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। সংস্কারের নামে কোরআন বিরোধী ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কোনো সংস্কার বরদাস্ত করা হবে না।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

IMG-20250424-WA0056

আগামী ৩ মে পর্যন্ত আল্টিমেটাম দিয়ে আল্লামা মামুনুল হক বলেন, মহিলা বিষয়ক সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবিত সংস্কারে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক প্রস্তাব বাতিল না হলে মহাসমাবেশের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুমকি দেন। বাংলাদেশের অস্তিত্ব এবং ইসলাম একই সূত্রে গাঁথা। তাই দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী ও দেশ প্রেমিক সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মামুনুল হক আরও বলেন, জুলাই-আগস্টের স্পিরিটকে সম্মান জানিয়ে এদেশে রাজনীতি করতে হবে। সংবিধান সংস্কার নামে বহুত্ববাদ এদেশের মানুষ আবারও রক্ত দিয়ে রুখে দিবে। সংবিধানে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করতে হবে।


বিজ্ঞাপন


শাপলা চত্বর, বিডিআর বিদ্রোহ, ২৪ এর বিপ্লবসহ সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে সর্বাগ্রে।

আরও পড়ুন

নির্বাচনী প্রক্রিয়ায় পিআর সিস্টেমের পক্ষে জামায়াত: ডা. শফিকুর রহমান

জুলাই-আগষ্ট বিপ্লবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের গণহত্যার বিচার না করলে এই ইন্টেরিম সরকারকে ইতিহাস ক্ষমা করবে না। নারী বিষয়ক সংস্কার কমিশনে ইসলাম বিরোধী সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে। এ কমিশনের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

IMG-20250424-WA0053

তিনি বলেন, আমরা নতুন কোনো ফ্যাসিবাদের যাতাকলে পৃষ্ঠ হওয়ার জন্য রক্ত দেইনি। ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছি আমেরিকার শৃঙ্খলে আবদ্ধ হওয়ার জন্য নয়। প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, ইসলামের বিরুদ্ধে আপনার অবস্থান হলে আপনাকে ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শাপলা চত্বরে হেফাজত কর্মীদের নির্মম গণহত্যা এবং খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষে বাংলাদেশ খেলাফত মজলিশ ফেনী জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ গণসমাবেশের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিশ কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির শাইখুল হাদিস মাওলানা আফজালুর রহমান, মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহম্মেদ, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবু সাঈদ নোমান ও কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভুঁইয়া।

IMG-20250424-WA0054

ফেনী জেলা সেক্রেটারি মাওলানা আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুফতি আবদুল হান্নান, সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, ইসলামী আন্দোলন ফেনী জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক, হেফাজতে ইসলামের ফেনী জেলা সভাপতি মাওলানা ওমর ফারুক, আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল ফাত্তাহ ও যুব মজলিসের ফেনী জেলা সভাপতি শাহ মোহাম্মদ জুনায়েদসহ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতারা।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণির লোকজন ও বাংলাদেশ খেলাফত মজলিসের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী আমরা সব গণহত্যার বিচার চাই এবং ফ্যাসিস্ট হাসিনার শাস্তি চাই। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন চাই।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর