সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গোপালগঞ্জে আগুনে ১০ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে আগুনে ১০ দোকান পুড়ে ছাই

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আগুনে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার কুশলা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক রাত ৩টার দিকে দোকানে আগুন জ্বলতে দেখে এক দোকানি ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

আগুনে ১০টি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার সিরাজুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত আমরা কুশলা বাজারে ছুটে যাই। এরপর ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ সময়ের মধ্যে ১০টি দোকান পুড়ে যায়। দোকান ঘরগুলো কাঠ ও টিনের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আগুন লাগার কোনো কারণ এখনও জানা যায়নি।’

উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হক বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় আছি। বিষয়টি আমি জেনেছি। আগামী সোমবার কোটালীপাড়া এসে দুর্ঘটনাস্থলে যাব। সরকারিভাবে যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর