সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সীমান্ত থেকে ৯৯ ককটেল ও ৪০ পেট্রোলবোমা উদ্ধার 

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ 
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ১১:৫৫ এএম

শেয়ার করুন:

সীমান্ত থেকে ৯৯ ককটেল ও ৪০ পেট্রোলবোমা উদ্ধার 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে ৯৯টি তাজা ককটেল ও ৪০টি পেট্রোলবোমা উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন: ৫৯ বিজিবির সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দু’টি প্লাস্টিকের ক্যারেটের ভেতর রাখা ককটেল ও পেট্রলবোমাগুলো উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


রাত ৯টার দিকে ৫৯বিজিবির সদর দপ্তরে আয়োজিত প্রেস-ব্রিফিংয়ে এই বিষয়টি জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, চকপাড়া বিওপির নায়েক মাজেদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল ১৮৪ নম্বর মেইন পিলার হতে বাংলাদেশের এক কিলোমিটার অভ্যন্তরে কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে অভিযান চালান। এ সময় দু’জন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে দু’টি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৯৯টি তাজা ককটেল ও ৪০টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য ককটেলগুলো আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর