সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে অগ্নিকাণ্ড

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ১১:০৩ পিএম

শেয়ার করুন:

সাভারে পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

খুলনায় ইসলামী ব্যাংক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নগরীর জাতিসংঘ পার্ক সংলগ্ন খান জাহান আলী রোডে হাসপাতালটির  নয়তলা ভবনের নিচ তলায় এ আগুন লাগে। 

প্রায় এক ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


বিজ্ঞাপন


হাসপাতালের সহকারী ক্যাশ অফিসার নেয়ামুল বারী হুজাইফা ও ওয়ার্ড মাস্টার ফারুক হোসেন বলেন, গ্যারেজ রুমের জেনারেটর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালের কর্মীরা তাৎক্ষণিকভাবে অগ্নি নির্বাপক দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হননি।

এদিকে হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায়  রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর