সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পরীক্ষায় নকল সরবরাহ করায় শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

পরীক্ষায় নকল সরবরাহ করায় শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড

পিরোজপুরের কাউখালী উপজেলায় একটি মাদরাসার পরীক্ষার সময় পরীক্ষার্থীদের মধ্যে গাইড বইয়ের টুকরা সরবরাহের অভিযোগে এক শিক্ষককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল)যখন কাউখালী কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসায় ফেকা বিষয়ের পরীক্ষা চলছিল। পরীক্ষার সময়ে কর্তব্যরত শিক্ষক জামাল উদ্দিন, যিনি নাঙ্গুলি নেছারিয়া কামিল মাদরাসার প্রভাষক, পরীক্ষার্থীদের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ের গাইড বইয়ের কপি বিতরণ করেন। এই অপরাধের জন্য তাকে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এর ধারায় অভিযুক্ত করা হয়।


বিজ্ঞাপন


ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। শিক্ষকের এ কর্মকাণ্ড পরীক্ষার নৈতিকতা ও সুষ্ঠুতা বিনষ্ট করেছে, যা শিক্ষার পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।

এ ধরনের ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করে। কর্তৃপক্ষের এই পদক্ষেপ শিক্ষকদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে, যাতে তারা পরীক্ষার সময় নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল থাকেন এবং শিক্ষার্থীদের সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর