সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোহনগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

সীতাকুণ্ডে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নেত্রকোনার মোহনগঞ্জে থেকে আফিয়া আক্তার ইউশা (১৭) নামে দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে তার লাশ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 


বিজ্ঞাপন


এর আগে, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউশা বারহাট্টা উপজেলার কর্নপুর গ্রামের আনিছুর রহমানের মেয়ে। বর্তমানে তারা মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকায় বসবাস করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকালে এক বান্ধবীর বাসায় জন্মদিনের অনুষ্ঠানে যায় ইউশা। সন্ধ্যায় বাসায় ফেরার পর তার বাবা তাকে বকাঝকা করে। পরে রাত ৮টার দিকে ঘরের দরজা বন্ধ করে দেয়। কোন সাড়াশব্দ না মেলায় দরজা ভেঙে ভেতরে ইউশাকে সিলিং ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। উদ্ধার করে দ্রুত হাসাপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


বিজ্ঞাপন


ইউশার বাবা আনিছুর রহমান বলেন, আমি কোনো বকাঝকা করিনি। কেন এমন কাজ করল জানি না। 

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পরে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপতত এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর