নাটোরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্যমেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৭টায় শহরের কানাইখালী থানা চত্বর মাঠে নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে প্রধান অতিথির হিসেবে মেলার উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রীর অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগের নির্যাতনে দীর্ঘ বছর মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি। তাদের অন্যায়, অত্যাচারে মানুষ অতিষ্ঠ ছিল। আমি বেঁচে থাকতে নাটোরে কোনো সন্ত্রাসীদের স্খান হবে না। নাটোর স্টেডিয়াম আমরাই নির্মাণ করেছিলাম। কানাইখালী মিনি স্টোডিয়ামের কাজ হচ্ছে, আমার ইচ্ছা এ মাঠে উন্নতমানের স্টেডিয়াম করার। আপনারা চাইলে তা করবো। ৫ আগস্টের আগে আমরা কোনো অনুষ্ঠানে যেতে পারিনি।
বিজ্ঞাপন
নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আব্দুল মান্নাফ এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন। এছাড়াও সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতিকুর রহমান তালুকদার, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি মো.কামরুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাসব্যাপী এ মেলায় প্রায় শতাধিক কুটিরশিল্পসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল বসেছে।
প্রতিনিধি/ এজে

