নেত্রকোনায় ঘর থেকে ডেকে নিয়ে আব্দুস সোবাহান নামে এক ব্যক্তিকে হত্যা করে লাশ মাটি চাপা দেওয়ার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড ও অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
বিজ্ঞাপন
দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলা সদরের চন্দ্রাবতী খিলা গ্রামের এমদাদ হোসেন (৩৫) ও পার্শ্ববর্তী বিলচুলঙ্গী গ্রামের আবুল হাসেম ওরফে আবুনি ( ৪৫)।
তাদের মধ্যে এমদাদ হোসেনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে মামলার অপর একটি ধারায় এমদাদকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে অপর আসামি আবুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
হত্যার শিকার আব্দুস সোবাহান (৫৪) জেলা সদরের বিলচুলঙ্গী গ্রামের বাসিন্দা।
মামলার এজহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৬ জুলাই রাতে আব্দুস সোবাহানকে মোবাইল ফোনে কল করে ঘর থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। রাতে আর বাড়ি ফিরেননি তিনি। সকালে স্ত্রী শিউলি আক্তার তাকে খুঁজতে বের হন। এক পর্যায়ে লোকজনের কাছে খবর পেয়ে গ্রামের পতিত জমিতে মাটি চাপা দেওয়া অবস্থায় আব্দুস সোবাহানের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায় পুলিশ। তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার পর লাশ গুমের উদ্দেশে মাটি চাপা দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আজ দুপুরে আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম বলেন, সাক্ষীদের বক্তব্য ও দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এ রায় দিয়েছেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ খুশি।
প্রতিনিধি/এসএস

