সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কক্সবাজারে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে দোকান কর্মচারী নিহত

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

কক্সবাজারে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে দোকান কর্মচারী নিহত

কক্সবাজার শহরে অগ্নিনির্বাপক সিলিন্ডারে (ফায়ার এক্সটিংগুইশার) গ্যাস লোড-আনলোড করার সময় বিস্ফোরণে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল)  রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কচ্ছপিয়া পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত দোকান কর্মচারী হলেন- মিলন চাকমা (২৫)। উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের মনখালী এলাকার সম্মিয়ন চাকমার ছেলে তিনি। কক্সবাজার শহরের কচ্ছপিয়া পুকুর পাড় এলাকার ভুঁইয়া এন্টারপ্রাইজের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান বলেন, মঙ্গলবার রাতে শহরের কচ্ছপিয়া পুকুর পাড়ে একটি রান্নার গ্যাস সিলিন্ডারের দোকানের এক কর্মচারী অগ্নিনির্বাপক সিলিন্ডারে (এক্সটিংগুইশার ) গ্যাস লোড-আনলোড করছিল। এসময় সিলিন্ডারটি অসতর্কতা বশত তার হাত থেকে পড়ে বিস্ফোরিত হয়। এতে ওই দোকান কর্মচারির ডান হাত ক্ষত-বিক্ষত এবং ফুসফুসে আঘাত পান। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২ টার দিকে তার মৃত্যু হয়।

ওসি বলেন, ঘটনায় আহত ব্যক্তি ডান হাত ও বুকে গুরুতর আঘাত পেয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। 

ওসি জানান, খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে পৌঁছে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। ঘটনায় নিহতের স্বজনসহ কারও কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর