সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ০১:০৬ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক ছাঁটাইয়ে প্রতিবাদ, বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নীট হরাইজন লিমিটেড নামের একটি গার্মেন্টস্ কারখানার শ্রমিকরা।

বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এ অবরোধের ঘটনা ঘটে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।


বিজ্ঞাপন


কারখানার শ্রমিকরা জানান, গতকাল মঙ্গলবার কোনো নির্দেশনা ছাড়াই কারখানার ৩০/৪০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এর প্রতিবাদে শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের পুণরায় কাজে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা বাসায় ফিরে যান। বুধবার শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে দেখেন কারখানার মূল ফটকে তালা ঝুলছে। কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়া কারখানার বন্ধ, শ্রমিক ছাঁটাই ও বকেয়া বেতন পরিশোধ না করেই কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করেছে। বিষয়টি শিল্প পুলিশকে জানালেও তারা কোন উদ্যোগ গ্রহণ করেননি। পরে বিক্ষুব্দ শ্রমিকরা জড়ো হয়ে সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুরের আনসার রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ, শ্রীপুর থানা পুলিশ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘণ্টা খানেক বন্ধ থাকার পর ঘটনাস্থলে সেনাবাহিনীর টিম পৌঁছে মালিক পক্ষের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দেয়। এরপর সাড়ে ১১টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যায়। এতে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে গাজীপুর শিল্পাঞ্চল -২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় পৌণে এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরে সেনাবাহিনী ও পুলিশ আলোচনার মাধ্যমে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার প্রেক্ষিতে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর