সিলেটের ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে এক মাঝির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে ফেঞ্চুগঞ্জ বাজারের অদূরে কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতের নাম জিলান মিয়া। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা গ্রামের মৃত নাছিম মিয়ার ছেলে। তিনি নৌকা চালাতেন।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, জিলান মিয়া নৌকা চালান। প্রতিদিনের মতো সকালে বের হলে হঠাৎ বৃষ্টি শুরু হয়।
এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/ এমইউ

