মেয়ের বিয়েতে জুয়েলারির দোকান বন্ধ করে বাড়িতে অবস্থান করছিলেন বাবা লব বণিক। আয়োজনের মাঝে জুয়েলারি শপে দলবদ্ধ চুরির ঘটনা ঘটে। এতে শপে রাখা অন্তত ৫০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে দাবি দোকান মালিকের।
মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে জেলা শহরের বানিয়া পাড়ায় গিনি হাউজ জুয়েলার্স নামের একটি জুয়েলারি প্রতিষ্ঠানে ভয়াবহ এই চুরির ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এদিকে চুরির এমন ঘটনার প্রতিবাদে জেলার সকল জুয়েলারি সব দিনভর বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন পঞ্চগড়।
পরিবারটি জানিয়েছে, প্রায় ৭৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি গেছে।
পারিবারিক সূত্রে ও ব্যবসায়ীরা জানান, গিনি হাউজ জুয়েলার্সের মালিক লব বণিকের মেয়ের গায়ে হলুদ ছিলো সোমবার। মঙ্গলবার দিনভর বিয়ের আয়োজন। বাড়ি ভরা আত্মীয় স্বজন। সোমবার রাতে আনন্দ মুহূর্ত নিয়ে গায়ে হলুদ শেষ হয়। কিন্তু মঙ্গলবারের সকালটি তার জন্য শুভকর ছিলো ছিলো না। সকালে লব বণিক ভাগ্নে নন্দ দত্তকে জুয়েলারি শপ খুলতে পাঠালে তালা ভাঙ্গা দেখতে পায়। পরিবারের সদস্যরা প্রতিষ্ঠানে গেলে তালা কাটা দেখতে পায়। পরে ভেতরে গেলে দেখতে পায় সব স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে।
সিসি ক্যামেরায় দেখা যায় ১১/১২ জনের একটি সংঘবদ্ধ চোরচক্র ভোর ৬ টায় দোকানের তালা কেটে প্রবেশ করে সব চুরি করে নিয়ে যায়। একদিকে একমাত্র মেয়ের বিয়ে আরেক দিকে দোকানের ভয়াবহ চুরিতে দিশেহারা হয়ে পড়েন তিনি। এতে করে বিয়ের আয়োজনে অনেকটাই ভাটা পরে গিয়েছে।
বিজ্ঞাপন
এদিকে দ্রুত তদন্ত করে চোরদের গ্রেফতার সহ চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন পঞ্চগড়ের সাধারণ সম্পাদক মধুসুধন বণিক রনি বলেন, আজকে গিনি হাউজ জুয়েলার্সের মালিকের মেয়ের বিয়ের আয়োজন চলছিল। এর মাঝে সকাল ৬টার সময় গিনি হাউজ জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের তালা কেটে প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। এর জন্য বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন পঞ্চগড়ের সবাই মর্মাহত। তাই জেলার সকল জুয়েলারি দোকান বন্ধ রাখা হয়েছে। একই সাথে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হয়েছে। তাদের সাথে আলোচনা চলছে। তারা এজাহার দাখিল করলে মামলা গ্রহণ করা হবে। একই সাথে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
প্রতিনিধি/ এজে

