বঙ্গোপসাগরে ৫৮ দিন মৎস্য আহরণ, পরিবহন এবং বিক্রির নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু একটি চক্র সামুদ্রিক মাছ ভর্তি একটি ট্রলার বরগুনা পৌরসভার মাছ বাজারের পেছনে অবস্থান করছিল। গোপন সংবাদে জেলা মৎস্য কর্মকর্তা ও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা যৌথ অভিযান চালিয়ে মাছসহ ট্রলার জব্দ করেছে। সেইসঙ্গে জব্দ করা মাছ নিলামে বিক্রি করা হয়

বিজ্ঞাপন
জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৩টার দিকে ৩১২০ কেজি সামুদ্রিক মাছসহ ট্রলারটি আটক করেন। মাছ ও ট্রলারের প্রকৃত মালিক না পাওয়ায় জেলা মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় উক্ত মাছ ঘটনাস্থলে থেকেই ৩ লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা নিলামের মাধ্যমে বিক্রি করেন। ঘটনাস্থলের অবৈধ সামুদ্রিক মাছ বহনকারী ট্রলারের প্রকৃত মালিক না পাওয়ায় ট্রলারটি জব্দ করেন।
জানা গেছে, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন মন্ত্রণালয়ের মৎস্য-২ বিভাগ রাষ্ট্রপতির নির্দেশক্রমে বঙ্গোপসাগরে মৎস আহরনে নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর মিলে অভিযান পরিচালনা করা হয়েছে। সদর থানা পুলিশের এরকম অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন বলেন, গভীর রাতে মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌন অভিযানে সামুদ্রিক মাছসহ একটি ট্রলার আটক করা হয়েছে। এসময় ট্রলারে থাকা মাছ নিলামের মাধ্যমে বিক্রি করে মাছ বহনকারী ট্রলারটি জব্দ করা হয়েছে।
প্রতিনিধি/এসএস

