সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাংনীতে ইউএনও প্রীতম সাহার বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ০৮:১৪ পিএম

শেয়ার করুন:

গাংনীতে ইউএনও প্রীতম সাহার বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহার বদলি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকার জনগণ।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় গাংনী উপজেলা পরিষদের সামনে মেহেরপুর- কুষ্টিয়া পাকা সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বদলির আদেশ বাতিলের দাবি জানান বক্তারা।


বিজ্ঞাপন


মানববন্ধনে সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা খাতুন বলেন, ইউএনও প্রীতম সাহা গাংনীর সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করছেন। তিনি দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা করেছেন, এমনকি চলমান এসএসসি পরীক্ষার্থীদের বাসায় রাতের বেলায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েছেন। তার নেতৃত্বে গাংনীতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে, যা খুবই প্রশংসনীয়। এলাকার কল্যাণে ইউএনও প্রীতম সাহার বদলে আদেশ বাতিল করে গাংনীতে রাখার জোর দাবি জানান তিনি। 

গাংনী বাজার জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক শুশান্ত কুমার পাত্র জানান, বর্তমান ইউএনও মহোদয় যোগদানের পর দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্যনীতি অনুসরণ করে সরকারি সাহায্য সহযোগিতা প্রদান করে এলাকাবাসীর আস্থাভাজন হয়ে উঠেছেন। তিনি গরিব অসহায় পা ফাটা মানুষের আশ্রয়স্থল। উপজেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হয়েও চলাফেরা খুবই সাদামাটা। ভীষণ রকমের কাজপাগল একজন সৎ ও কর্মঠ মানুষ তিনি। আমার মতে ইউএনও প্রীতম সাহা গাংনী উপজেলা বাসির জন্য আশীর্বাদ। গাংনী এলাকাবাসীর উন্নয়নে তার বদলি আদেশ বাতিল করার জোর দাবি জানান তিনি।

গাংনী পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ডের সমাজসেবক শুলেরি আলভী জানান, ৫ আগস্টের পর সরকার পরিবর্তন ঘটে। সরকারি আদেশে উপজেলা নির্বাহী অফিসারের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি একাধারে উপজেলা পরিষদের প্রশাসক, পৌরসভার প্রশাসক, সেই সঙ্গে দুই মাসেরও অধিক কাল সরকারি কমিশনার ভূমি (অতিরিক্ত দায়িত্ব), সেই সঙ্গে সকল মাধ্যমিক পর্যায়ের পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তারপরেও এসএসসি পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ, রাত ১২ টা পর্যন্ত কাজ করা প্রতিদিনই যেন তার রুটিন হয়ে দাঁড়িয়েছে। সকল দফতরের কার্যক্রম সুনামের সঙ্গে করে আসছেন। এলাকাবাসীর উন্নয়নে তার মত একজন যোগ্য ইউএনও গাংনীবাসীর জন্য খুবই প্রয়োজন। বদলির আদেশ বাতিল করে তাকে পূর্ণ মেয়াদে গাংনীতে রাখার জোর দাবি জানান তিনি।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। তারা ইউএনও প্রীতম সাহার বদলি আদেশ দ্রুত বাতিল করার দাবি জানান।


বিজ্ঞাপন


উল্লেখ্য: গতকাল সোমবার খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. পারভেজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউএনও প্রীতম সাহাকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়।

একই প্রজ্ঞাপনে জানানো হয়, তার স্থলাভিষিক্ত হবেন বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আনোয়ার হোসেন। বদলির খবর ছড়িয়ে পড়লে গাংনী এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রীতম সাহার বদলির আদেশ বাতিল করে তাকে পূর্ণ মেয়াদে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর