সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছাত্রদলের সম্মেলনে রাবি ছাত্রলীগ নেতা, চাঞ্চল্য রাজনীতিতে

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ০৭:৫২ পিএম

শেয়ার করুন:

ছাত্রদলের সম্মেলনে রাবি ছাত্রলীগ নেতা, চাঞ্চল্য রাজনীতিতে

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের উপস্থিতিতে পাবনার এডওয়ার্ড কলেজে অনুষ্ঠিত ছাত্রদলের সম্মেলনে অংশ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের এক সাবেক নেতা। এ ঘটনায় ছাত্ররাজনীতির অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা।

ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করার অভিযোগ উঠেছে মো. শাহাদাত হোসেন নামের ওই নেতার বিরুদ্ধে। তিনি রাবির সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। ২০২২ সালের ২৪ মার্চ, তৎকালীন রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু তাকে এ পদে দায়িত্ব দেন।


বিজ্ঞাপন


শাহাদাত হোসেনের বাড়ি রাজশাহীর পবা উপজেলার কাটাখালি থানার নলখোলা গ্রামে। তার বাবা শহিদুল ইসলাম, যিনি একসময় হরিয়ান ইউনিয়ন ছাত্রলীগের নেতা ছিলেন। ছাত্রলীগের কিবরিয়া-রুনু কমিটি বিলুপ্ত হওয়ার পর শাহাদাত ‘বাবু-গালিব’ গ্রুপ এবং পরে আওয়ামী লীগ নেতা জেবর আলীর ঘনিষ্ঠ হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। বর্তমানে তিনি রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

পাবনার এডওয়ার্ড কলেজে গত রোববার (২০ এপ্রিল) ছাত্রদলের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ভোটের মাধ্যমে রাকিবুল ইসলাম রাকিব সভাপতি ও ইমরুল কায়েস কাব্য সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ৬ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি। অন্যান্য নির্বাচন কমিশনারদের মধ্যে ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদল সভাপতি আল মামুন এবং রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু।

সেখানেই দেখা যায় শাহাদাত হোসেনকে, যিনি কখনও ছাত্রলীগ নেতা আবার কখনও ছাত্রদলের পরিচয়ে উপস্থিত ছিলেন—এ নিয়ে তৈরি হয়েছে দ্বিধা ও বিতর্ক।


বিজ্ঞাপন


ঘটনার বিষয়ে জানতে চাইলে রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি বলেন, ‘মিঠুর পরিচিত হিসেবে শাহাদাত সেখানে এসেছিলেন। আমি পরে জানতে পারি সে একসময় ছাত্রদলের পদে ছিল। তবে বর্তমানে সে ছাত্রদলের কেউ না।’

যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু বলেন, ‘সে আমার ঘনিষ্ঠ কেউ না। নিজেকে ছাত্রদল নেতা বলে পরিচয় দেয়। সম্মেলনে গিয়ে হয়তো সুযোগ নিয়ে ছবি তুলেছে।’

মঙ্গলবার (২২ এপ্রিল) নিজেকে ছাত্রদল নেতা দাবি করে রাজশাহী নগরীর এক মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন শাহাদাত হোসেন। সেখানে তিনি বলেন, ‘২০১৩ সালে আওয়ামী সরকারবিরোধী আন্দোলনে যুক্ত থাকার কারণে আমার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়। ব্যবসা রক্ষা করতে গিয়ে ছাত্রলীগের সঙ্গে সম্পর্ক রাখতে হয়েছিল। আমি ছাত্রদলের পোস্টেড নেতা।’

তিনি আরও দাবি করেন, ‘আমি পাবনায় ঘুরতে গিয়েছিলাম। ছাত্রদলের সাধারণ সম্পাদককে দেখে আবেগে ছবি তুলেছি। আমি ছাত্রলীগের কেউ না।’

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে ক্ষুদেবার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর