দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদারের দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি।
সোমবার (২১ এপ্রিল) রাতে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান ওরফে লাভলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার দলীয় পদ স্থগিত করা হয়।
বিজ্ঞাপন
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক তদন্তে আব্দুল মান্নানের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় তার পৌর বিএনপির আহ্বায়কের পদ সাময়িক স্থগিত করা হলো। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির, আবু বক্কর সিদ্দিক বাদল ও সরদার কামরুজ্জামান চান। তদন্ত কমিটিকে চিঠি পাওয়ার পাঁচ দিনের মধ্যে জেলা বিএনপি বরাবর প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন কালের বলেন, পৌর বিএনপির দায়িত্বশীল পদে থেকে এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ থাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে।
এ কারণে তার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গঠনতন্ত্রের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে মৌখিকভাবে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই প্রতিবেদনে তিনি অভিযুক্ত প্রমাণিত না হলে তিনি আবার স্বপদে ফিরবেন।
উল্লেখ: ভাণ্ডারিয়া বন্দর তাফসির ময়দানে ৬৯তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে দীর্ঘদিনের পরিচালনা কমিটি বাতিলের দাবিতে গত ১৭ এপ্রিল উপজেলা বিএনপির এক গ্রুপের দাবির পরিপ্রেক্ষিতে নতুন প্রধান অতিথি ও সভাপতি প্রদান করেন ইউএনও। সেই কমিটি বাতিলের দাবিতে উপজেলা বিএনপির অপর আরেক গ্রুপ গত তিন দিন বিক্ষোভ মিছিলের শেষ পর্যায়ে সোমবার দুপুরে ইউএনও অফিস কার্যালয়ে তাদের দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন। আজ মহফিল অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

