সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভাই-বোনকে কুপিয়ে হত্যা, বৃদ্ধের ফাঁসির আদেশ

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

ভাই-বোনকে কুপিয়ে হত্যা, বৃদ্ধের ফাঁসির আদেশ

রাজশাহীতে নিজের ভাই ও বোনকে শাবল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে তরিকুল ইসলাম (৫২) নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাজশাহীর অতিরিক্ত মহানগর জজ আদালত-১ এর বিচারক আবুল কালাম আজাদ এ রায় ঘোষণা করেন।


বিজ্ঞাপন


রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৫ সালের ৬ এপ্রিল জমিসংক্রান্ত বিরোধের জেরে তরিকুল তার ভাই সাদেকুল ইসলাম ও বোন আক্তারা জাহান কল্পনাকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ছাড়া আরও চারজনকে কুপিয়ে আহত করেন।

আরও পড়ুন

তুচ্ছ ঘটনায় ছাত্রদের মধ্যে সংঘর্ষ, দুই শিক্ষার্থী আজীবন বহিষ্কার

আইনজীবী মোহাম্মদ শামীম আহমেদ বলেন, এ ঘটনায় নিহত সাদেকুল ইসলামের ছেলে ইউসুফ আলী সিজার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তরিকুলকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিন আসামিপক্ষের আইনজীবী ছিলেন মাহমুদুর রহমান রুমন। রায়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আসমি মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীন আসামিকে যেভাবে বিবেচনা করা দরকার ছিল, তা করা হয়নি। রায় ঘোষণার সময় তরিকুল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর