সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চবির চারুকলা শিক্ষার্থীরা ২৪ ঘণ্টাতেও অনশন ভাঙেনি 

জেলা প্রতিনিধি, চবি
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পিএম

শেয়ার করুন:

চবির চারুকলা শিক্ষার্থীরা ২৪ ঘণ্টাতেও অনশন ভাঙেনি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে টানা ২৪ ঘণ্টা ধরে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটির ৯ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ৩টায় তাদের অনশন ২৪ ঘণ্টা পূর্ণ হয়। এর আগে সোমবার (২১ এপ্রিল) একই সময়ে তারা অনশন শুরু করেন।


বিজ্ঞাপন


সোমবার রাতে ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারের কার্যালয়ে ইনস্টিটিউটের পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধি প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন। তবে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেছেন।

তাদের দাবি—জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।

অনশনকারী শিক্ষার্থী ইসরাত জাহান ইয়ামিন বলেন, চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে আমরা অনশনে বসেছি। গত ডিসেম্বরে প্রো-ভিসি শামীম স্যার ঘোষণা দিয়েছিলেন যে, মার্চের মধ্যে চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনা হবে। কিন্তু এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।

আরেক অনশনকারী শিক্ষার্থী মো. শাহরিয়ার হাসান সোহেল বলেন,‘চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা আমাদের অনশন চালিয়ে যাব।’


বিজ্ঞাপন


এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন শুধু সিন্ডিকেটের অনুমোদন বাকি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন,‘চারুকলাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া প্রায় শেষের পথে। একাডেমিক কাউন্সিল ও বোর্ড অব গভর্নরসে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এখন কেবল সিন্ডিকেটের অনুমোদন বাকি রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামী ১৪ মে চবির ৫ম সমাবর্তন। এই বড় আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনের সবাই দিনরাত পরিশ্রম করছেন। তাই ২৪ মে সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। আমাদের মতে, সে পর্যন্ত অপেক্ষা করা উচিত। কিন্তু শিক্ষার্থীরা তা মানতে নারাজ।’

অনশনরত শিক্ষার্থীরা হলেন—২০১৭–১৮ শিক্ষাবর্ষ: খন্দকার মাসরুল আল ফাহিম, ২০১৯–২০ শিক্ষাবর্ষ: নূর ইকবাল সানি, ২০২১–২২ শিক্ষাবর্ষ: মো. শাহরিয়ার হাসান সোহেল, ২০২২–২৩ শিক্ষাবর্ষ: ইসরাত জাহান ইয়ামিন, মালিহা চৌধুরী, ইসরাত জাহান ও নুসরাত জাহান ইপা, ২০২৩–২৪ শিক্ষাবর্ষ: তরিকুল ইসলাম মাহী ও মাহমুদুল ইসলাম মিনহাজ।

গত ডিসেম্বরে আন্দোলনের মুখে প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান ঘোষণা দিয়েছিলেন যে, ‘২০২৪ সালের ৩১ মার্চের মধ্যে চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তর করা হবে।’ কিন্তু নির্ধারিত সময় পার হলেও তা বাস্তবায়িত হয়নি।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর