সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুটি কিডনিই নষ্ট ঝিনাইদহের আক্তারুলের, প্রতিস্থাপনে প্রয়োজন অর্থ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ০২:২৬ পিএম

শেয়ার করুন:

দুটি কিডনিই নষ্ট ঝিনাইদহের আক্তারুলের, প্রতিস্থাপনে প্রয়োজন অর্থ

দুইটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় মৃত্যুর সঙ্গে লড়ছেন ঝিনাইদহ সদর উপজেলার ফুরসুন্ধি ইউনিয়নের মিয়াকুন্ডু গ্রামের আহমেদ মোল্যার ছেলে আক্তারুল ইসলামের (২৩)। কিডনি নষ্ট হয়ে যাওয়ায় সপ্তাহে ২ দিন ডায়ালাইসিস করাতে হচ্ছে।

ডায়ালাইসিস না করা গেলে অসুস্থতা বেড়ে গিয়ে হাত-পা ফুলে হাঁটা-চলা বন্ধ হয়ে যায়। গত ৪ বছর ধরে ডায়ালাইসিস করাতে গিয়ে তার বাবার সব জমি বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছেন। পরিবারে উপার্জন অক্ষম বৃদ্ধ বাবা ও দিনমজুর ভাইয়ের সংসারে এখন আর মিলছে না অর্থ। এখন মানুষের সহায়তায় চিকিৎসা করাতে হয়। বর্তমানে খুব দুর্দশার মধ্যে দিন পার করছেন আক্তারুল।


বিজ্ঞাপন


 তার ৪ বছরের ছোট্ট একটা ফুটফুটে মেয়ে রয়েছে। আক্তারুলের স্ত্রী তার একটি কিডনি স্বামীকে দান করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় মৃত্যুর প্রহর গুনছেন তিনি। ফলে চিকিৎসার জন্য সাহায্যের আকুতি জানিয়েছেন আক্তারুল ও তার পরিবার।

আক্তারুল ইসলাম জানান, পৈতৃক সম্পত্তি বিক্রির পর ঋণ করে চিকিৎসা চালাচ্ছেন তিনি। তার স্ত্রী নিজের একটি কিডনি দান করতে চেয়েছেন। চিকিৎসক বলেছেন, কিডনি ভালোভাবে ‘ম্যাচ’ করলে ট্রান্সপ্লান্টের (প্রতিস্থাপন) মাধ্যমে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তিনি।

তিনি আরও জানান, গত ৫ মাস ধরে স্ত্রীর সঙ্গে কিডনি ‘ম্যাচ’ সংক্রান্ত বিভিন্ন টেস্ট সম্পন্ন করেছেন ও আইনগত প্রস্তুতিও নেওয়া হয়েছে। তবে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয়ের সামর্থ্য না থাকায় সবকিছু অনিশ্চিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সমাজের মানবিক বোধ সম্পন্ন বিত্তশালী ও সহানুভূতিশীল মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পাশে না দাঁড়ালে কোনো কিছুই সম্ভব হবে না।

akter


বিজ্ঞাপন


আক্তারুল বলেন, প্রয়োজনীয় অর্থ জোগাড় হলে আমার অপারেশন করবেন শ্যামলী সিকেডি হাসপাতালের চিকিৎসক ডা. কামরুল ইসলাম। বাংলাদেশে সবচেয়ে বেশি কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন তিনি। সমাজের সবাই মিলে আর্থিকভাবে সহযোগিতা করলে নতুন করে জীবন ফিরে পাবো আমি।

এ অবস্থায় আক্তারুল ইসলাম সমাজের হৃদয়বানদের সহযোগিতা কামনা করে বলেন, সকলেই যে যার অবস্থান থেকে অতি সামান্য, ১০০/৫০০ বা ১০০০, যা পারেন সাহায্য পাঠানোর অনুরোধ করছি। আপনারদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে আমার বড় অপারেশন হবে এবং সারা জীবন আমি আমার পরিবার ও আমার ছোট্ট  বাচ্চাটা আপনাদের জন্য দোয়া করবো। আমার চিকিৎসার জন্য আপনাদের কাছে জোর অনুরোধ করছি, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। একটু সহযোগিতা করলে সবার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।

 

সাহায্য পাঠানোর মাধ্যম— মো: আক্তারুল ইসলাম (নিজে), বিকাশ, নগদ, রকেট (০১৯৮০৫৮৭৩২৬-পার্সোনাল), ব্যাংক একাউন্ট, ইসলামি ব্যাংক লিমিটেড বাংলাদেশ, অ/প-২০৫০১৭৫০২০৪১০৯২১৭.

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর