খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে নিঃশর্ত মুক্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামটি মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত চবির এক নম্বর ফটক এলাকায় অবস্থিত এই সড়ক অবরোধ করেন তারা।
বিজ্ঞাপন
এর আগে দুপুর ১২টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করে এক নম্বর ফটক পর্যন্ত পদযাত্রা করেন।
অপহৃতরা হলেন, চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা ও প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো। তারা সবাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আন্দোলনকারী শিক্ষার্থী মো. আলফাতুর রহমান রাকিব বলেন, আজ এক সপ্তাহ পেরিয়ে গেলেও চবির পাঁচ পাহাড়ি শিক্ষার্থীর খোঁজ পাওয়া যায়নি। আমরা তাদের দ্রুত মুক্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমরা মাত্র আধ ঘণ্টা সড়ক অবরোধ করেছি। কারণ, আমরা চাই আমাদের এই দাবিটি সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছাক এবং তাদের খোঁজে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুক।
এর আগে গত বুধবার (১৬ এপ্রিল) খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে চবির এই পাঁচ শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠে। অপহরণের এক সপ্তাহ পার হলেও এখনও তাদের উদ্ধারের তেমন কোনো খোঁজ পাওয়া যায়নি।
প্রতিনিধি/এসএস

