সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তিন হত্যা মামলায় ৬ ভিআইপি গাজীপুর আদালতে

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ০১:০৫ পিএম

শেয়ার করুন:

তিন হত্যা মামলায় ৬ ভিআইপি গাজীপুর আদালতে

গাজীপুরর গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলার সাবেক মন্ত্রী দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ছয়জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা হলে আদালতের বিচারক ওমর হায়দার তাদের এসব মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।


বিজ্ঞাপন


গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক আহসান উল্লাহ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় গাছা থানায় আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করা হয়।

এসব মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামের নাম থাকায় মঙ্গলবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক মন্ত্রী দীপুমনি, সাধন চন্দ্র মজুমদার, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কামরুল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামকে দুটি পুলিশ প্রিজন ভ্যানযোগে কড়া নিরাপত্তার আদালতে হাজির করা হয়। এসময় সংক্ষিপ্ত শুনানি শেষে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক ওমর হায়দার তাদের শ্যোন এরেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে, আলোচিত এসব বন্দি আদালতে আনার পর বিক্ষোভ মিছিল করে বিএনপি পন্থী আইনজীবীরা। এসময় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীর ওপর ডিম নিক্ষেপ করে তারা। এসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন তারা।

এ ব্যাপারে আদালতে গাজীপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান বলেন, গাছা থানার দায়ের করা তিনটি হত্যা মামলার সাবেক মন্ত্রী দীপুমনি, কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ৬ জনকে আদালতে হাজির করা হয়েছে। আদালতের বিচারক তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আমরা শেখ হাসিনাসহ ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিচার চাই। তাদের বিচার কাজ সম্পন্ন করে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গাজীপুর বিএনপির আইনজীবীরা ঐক্যবদ্ধ।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর