সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি গ্রামের ছয়জন রাজমিস্ত্রীর সহকারী শ্রমিক কক্সবাজারে কাজে গিয়ে গত ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। মোবাইল বন্ধ থাকায় পরিবারের সদস্যরা তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারছেন না। নিখোঁজের ঘটনায় পরিবারগুলোতে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের রসিদ আহমদ (২০), মারুফ আহমদ (১৮), শাহিন আহমদ (২১), এমাদ উদ্দিন (২২), খালেদ হাসান (১৯) এবং আব্দুল জলিল (৫৫)।
বিজ্ঞাপন
জানা গেছে, গত ১৫ এপ্রিল তারা সবাই রাজমিস্ত্রীর কাজে কক্সবাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা দেন এবং ১৬ এপ্রিল পৌঁছানোর পর পরিবারের সঙ্গে শেষবারের মতো যোগাযোগ করেন। এরপর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
নিখোঁজ এমাদ উদ্দিনের চাচাতো ভাই আব্দুল বাছিত দুলাল বলেন, ওইদিন সন্ধ্যা ৬টার দিকে এমাদ ফোন করে জানায়, তারা কর্মস্থলে পৌঁছেছে। তারপর আর কারো সঙ্গে যোগাযোগ হয়নি। ফোন বন্ধ থাকায় আমরা দুশ্চিন্তায় আছি।
পরিবার সূত্রে আরও জানা যায়, নিখোঁজদের মধ্যে রসিদ আহমদ আগে চট্টগ্রামে এক ঠিকাদারের অধীনে কাজ করতেন। এবার সেই ঠিকাদারের মাধ্যমেই কক্সবাজারে যান। তবে ওই ঠিকাদারের নাম-পরিচয় পরিবারের কেউ জানেন না।
খালেদ হাসানের বাবা ও স্থানীয় ইউপি সদস্য সফর উদ্দিন বলেন, আমার ছেলে কাজের জন্য প্রায়ই চট্টগ্রামে যায়। এবার কক্সবাজারে গিয়েছিল, কিন্তু যাওয়ার পর আর কোনো যোগাযোগ নেই। আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি।
বিজ্ঞাপন
এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, পরিবারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ট্র্যাকিংয়ে দেখা গেছে, নিখোঁজদের মধ্যে দুজনের মোবাইলের শেষ অবস্থান কক্সবাজারের টেকনাফে ছিল। আমরা কক্সবাজার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের পরিবারকে কক্সবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিয়েছি।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, পর্যন্ত থানায় কেউ সরাসরি অভিযোগ করেনি। তবে বিষয়টি আমরা শুনেছি এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নিখোঁজ ছয় শ্রমিকের পরিবারের সদস্যরা কক্সবাজারে খোঁজ নিতে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে।
প্রতিনিধি/ এজে

