সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরিশালে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ীদের হামলা, গুলিতে যুবক নিহত

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ১০:৩৯ পিএম

শেয়ার করুন:

বরিশালে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ীদের হামলা, গুলিতে যুবক নিহত

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় র‌্যাব সদস্যদের উপর হামলার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ সময় গুলিতে এক যুবক নিহত হয়েছেন। 

সোমবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সাহেবেরহাট এলাকায় এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আগৈলঝাড়া থানার ওসি ওয়ালিউল ইসলাম বলেন, র‌্যাব মাদক কারবারিদের আটক করলে হামলা করা হয়। তখন র‌্যাব আত্মরক্ষায় গুলি চালালে তারা গুলিবিদ্ধ হন। মাদক কারবারিদের হামলায় র‌্যাব সদস্য জাকির হোসেন (৩৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতরা কুখ্যাত মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে জানতে র‌্যাব-৮, এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার অমিত হাসানের মোবাইল ফোনে কল দিলে তিনি তা কেটে দিয়েছেন।

নিহত যুবক সিয়াম মোল্লা (২৫) বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসীন্দা রিপন মোল্লার ছেলে। গুলিবিদ্ধ অপর যুবক রাকিব মোল্লা (২৭) একই গ্রামের খালেক মোল্লার ছেলে 

পরিচয় না প্রকাশের শর্তে পুলিশের একটি সূত্র জানায়, ‘মাদক কারবারি চক্রের বিরুদ্ধে সাদা পোষাকে অভিযানে গিয়েছিল র‌্যাব-৮ এর একটি দল। সেখানে র‌্যাবের উপর হামলা হলে আত্মরক্ষার্থে ৫ রাউন্ড গুলি ছোড়ে তারা। এতে সিয়াম ও রাকিব গুলিবিদ্ধ হয়। সন্ধ্যায় তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সিয়ামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


বিজ্ঞাপন


গুরুতর অবস্থায় রাকিবকে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এছাড়া হামলায় আহত র‌্যাব সদস্য জাকির হোসেন (৩৫) আগৈলঝাড়ার গৈলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’ গৈলা হাসপাতালে র‌্যাব’র সিপাহী জাকির হোসেনের চিকিৎসাধীন থাকার প্রমান মিলেছে সেখনকার ভর্তি রেজিস্টারে। আত্মরক্ষার্থে র‌্যাবের ছোড়া গুলিতে হতাহতের ঘটনা ঘটলেও এই বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি র‌্যাব-৮’র কর্মকর্তাদের কাছ থেকে। 

ঘটনাস্থলে থাকা আগৈলঝাড়া থানা পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন বলেন, সাদা পোষাকধারী একদল লোক উপজেলার সাহেবের হাট এলাকায় গওহর হাওলাদারের বাড়ির সামনে গেলে সন্ত্রাসী ভেবে তাদের উপর হামলা হয়। পরে জানা যায় যে তারা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য। হামলা থেকে বাঁচতে গুলি ছুড়লে ১ জন নিহত ও আরেকজন আহত হয়। তবে অভিযানে কারা এসেছিল তা নিশ্চিত হতে পারিনি। যারা হতাহত হয়েছে এলাকায় তারা কুখ্যাত মাদক কারবারি হিসেবে পরিচিত।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালিউল ইসলাম জানান, সাহেবেরহাটে কয়েকজন মাদক কারবারিকে আটক করে র‌্যাব। তখন র‌্যাবের সঙ্গে হাতাহাতির এক পর্যায়ে হামলা করে মাদক কারবারিরা। তখন আত্মরক্ষার্থে গুলি চালায় র‌্যাব। এতে দুইজন গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে একজন গৌরনদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে মারা যান।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর