সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রংপুরে ইউপি চেয়ারম্যান ও নিষিদ্ধ ছাত্রলীগসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ০৯:১৩ পিএম

শেয়ার করুন:

রংপুরে ইউপি চেয়ারম্যান ও নিষিদ্ধ ছাত্রলীগসহ গ্রেফতার ৩

রংপুরে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান এবং নিষিদ্ধ ছাত্রলীগ পীরগঞ্জ পৌর কমিটির সভাপতি মাহমুদুল হক সাগরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ ।


বিজ্ঞাপন


সোমবার দুপুরে উপজেলার শহীদবাগ ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয় থেকে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানকে গ্রেফতার করে পুলিশ। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর পরই আইনি প্রক্রিয়া শেষে সোমবারই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

আরও পড়ুন

সুন্দরগঞ্জে চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

এদিকে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে রংপুরের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রংপুরের পীরগঞ্জ পৌর কমিটির সভাপতি মাহমুদুল হক সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে রোববার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাগর পীরগঞ্জ পৌরসভাধীন থানা পাড়ার মৃত একরামুল হকের ছেলে। অন্যদিকে একই সময়ে ভেন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মোস্তাফিজুর রহমানকেও গ্রেফতার করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর