সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেনীতে কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ পিএম

শেয়ার করুন:

ফেনীতে কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ

ফেনী সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে চলতি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে  বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদফতর উপপরিচালক (ভারপ্রাপ্ত) পুষ্পেন্দু বড়ুয়া।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।

আরও পড়ুন

টাঙ্গাইলে বিনামূল্যে ২ হাজার ৭০০ কৃষক পেল সার ও পাট বীজ

ফেনী সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনীর সমন্বয়ক বদরুদ্দোজা নোবেল। এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী সদরের বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ সহকারী কৃষি অফিসাররা।

অনুষ্ঠানে ১ হাজার ৩০ জন  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর